Agent Banking

Modern Inter Link  » Services »  Agent Banking
0 Comments
bank-asia

এজেন্ট ব্যাংকিং কি ? 

আপনি যদি এজেন্ট ব্যাংকিং সম্পর্কে না জানেন তাহলে আপনি আমাদের এয়ারটিকেল থেকে জানতে পারবেন এজেন্ট ব্যাংকিং কি? এজেন্ট ব্যাংকিং এমন একটি ব্যাংকিং সেবা জন্য ব্রাঞ্চ এর অধীনে থেকে সেবা প্রদান করা। সাধারণভাবে বলা যায় যে, এজেন্ট ব্যাংকিং হল প্রধান ব্যাংকের সাধারণ শাখা। এজেন্ট ব্যাংকিং এর কাজ হলো মূল ব্যাংকের প্রতিনিধি হয়ে কাজ করা। এজেন্ট ব্যাংকিং এর কাজ মুল ব্রাঞ্চ এর মত নয়। বর্তমানে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সেবা প্রদান করে থাকে। তাই ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সুন্দরভাবে সেবা দিয়ে যাচ্ছে।

এজেন্ট ব্যাংকিং এর সেবা সমূহ : –

আপনি কি জানতে চাচ্ছেন এজেন্ট ব্যাংকিং এর সেবা সমূহ কি কি। এবং আমরা এজেন্ট ব্যাংকিং থেকে কি ধরনের সেবা সহযোগিতা পেতে পারি তার সম্পর্কে আমরা আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব যদি আপনি আমাদের এই আর্টিকেলটি সাথে থাকেন। তাহলে চলুন দেখে নেয়া যাক এজেন্ট ব্যাংকিং এর কি কি সেবা প্রদান করে থাকেন।

মুল ব্রাঞ্চ সে সকল কাজ করে থাকে এজেন্ট ব্যাংকও সে সকল কাজ করে থাকে ।

 

  • লোন প্রদান করা
  • একাউন্ট খোলা
  • স্বল্প মেয়াদী আমানত গ্রহন করা
  • দীর্ঘ মেয়াদী আমানত গ্রহন করা
  • চেক প্রদান করা
  • বিদ্যুৎ বিল সংগ্রহ করা
  • কার্ড প্রদান করা
  • আরো সকল প্রকার ইত্যাদি কাজ করে থাকে
  • আপনার সব সময় লক্ষ্য রাখতে হবে আপনি সে সকল ধরনের সেবা পদান করে থাকুন না কেন গ্রাহক যেন খুব সহজে সেই সেবা গ্রহন করতে পারে।

ব্যাংক এশিয়া এজেন্ট শাখা এবং এর সেবাসমূহ:

  •  নগদ টাকা জমাদান
  •  নগদ টাকা উত্তোলন
  •  ঋণ কিস্তিতে পরিশোধ
  •  বিদেশ থেকে প্রেরিত অর্থ প্রদান
  •  নতু একাউন্ট খোলার জন্য প্রত্যেক গ্রাহকের প্রয়োজনীয় সকল কাগজ আদী সংগ্রহ করতে হবে
  •  ভাতা/বেতন প্রদান
  •  বিল Utillity বিল গ্রহন
  • 0তহবিল স্তানান্তর
  • যে কোন ব্যাংক হিসাব EFTN এর মাধ্যমে Fund Transfer 24 ঘন্টার মধ্যে
  • যে কোন ব্যাংক হিসাব RTGS এর মাধ্যমে Fund Transfer 1 ঘন্টার মধ্যে
  • ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ঋণ আবেদনের জন্য প্রয়োজনীয় ফরম কাগজপত্র গ্রহন ও
  •  মেয়াদী সঞ্চয়ী হিসাব
  •  Deposit
  •  কৃষি ঋণ প্রদান
  •  SMS ঋণ প্রদান
  •  ক্ষুদ্র ও মাঝারী ঋণ প্রদান।
  •  Passport fee গ্রহন
  •  হজ্জের টাকা জমা নেওয়া হয়
  • ক্যাশ ডিপোজিট
  •  নগদ টাকা উত্তোলন
  •  নগদ টাকা স্তানান্তর
  •  বীমা প্রিমিয়াম সংগ্রহ
  • অ্যাকাউন্ট বিবৃতি
  •  ইউটিলিটি বিল পেমেন্ট

এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) অর্জন

  1. দারিদ্রতা মুক্তি
  2. লিঙ্গ সমতা
  3. সুস্বাস্ত্য ও কল্যান
  4. সম্মনজনক কর্ম সংস্থান ও অর্থনৈতিকসমৃদ্ধি
  5. শিল্প উদ্ভাবন ও অবকাটামো
  6. বৈষম্য হ্রাস
  7. অংশীদারিত্বWhy choose Bank Asia Agent service?
  • বৃহত্তম রেমিট্যান্স পেমেন্ট নেটওয়ার্কগুলির মধ্যে একটি
  • বিশ্বব্যাপী সমস্ত বড় রেমিট্যান্স সংস্থার কাছ থেকে অর্থ প্রেরণের বিকল্প
  • আমাদের অনলাইন পরিষেবা আপনাকে দ্রুত, সুবিধার্থে এবং সুরক্ষিতভাবে প্রিয়জনের কাছে অর্থ স্থানান্তর করতে সক্ষম করে
  • ফ্রিল্যান্সিংয়ের জন্য কেবল ব্যাংক অফার করে ফ্রিল্যান্সার
  • প্রাপকদের কাছে অর্থ স্থানান্তর করার জন্য আমরা বিভিন্ন উপায়ে অফার করি:
  • যে কোনও ব্যাংক আমানত, নগদ পিকআপ, মোবাইল ওয়ালেটে রিয়েল টাইম ক্রেডিট (বিকাশ)

আপনি এজেন্ট ব্যাংকিং কিভাবে শুরু করবেন।

আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন ব্যাংক থেকে এজেন্ট নিবেন। বর্তমান বাংলাদেশের প্রায় সকল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সিস্টেম চালু করেছেন এবং সবাই এজেন্ট ব্যাংকিং সিস্টেম দিয়ে থাকেন। এবং আপনাকে অবশ্যই একটি জিনিস লক্ষ্য করতে হবে যে এজেন্ট ব্যাংকিং বসানোর জন্য আপনাকে একটি ভালো স্থান নির্ধারণ করতে হবে। আপনি যে স্থানে ব্যাংক এজেন্ট প্রসাবের সে স্থানটি অবশ্যই আপনাকে সুপরিচিত এবং বাজারের মধ্যে হতে হবে। যেখানে মানুষের সমাগম এবং উন্মুক্ত পরিবেশ। ভেঙেছেন বসানোর যে স্থানটি নির্ধারণ করেছেন তার খরচসহ কল আপনাকেই বহন করতে হবে। এবং সকল স্থান নির্ধারণ এরপর আপনি সরাসরি ব্যাংকের প্রধান কার্যালয়ে গিয়ে যোগাযোগ করুন। আপনার আবেদনটি ছুটি মঞ্জুর হয়ে থাকে তাহলে অবশ্যই সেখান থেকে আপনার এলাকায় লোক এসে আপনার নির্ধারিত স্থানটি পরিদর্শন করে যাবেন। এবং আপনার সকল কাগজপত্র ডকুমেন্ট যাচাই-বাছাই করে সম্ভব ঠিকঠাক থাকলেই আপনার আবেদনটি গ্রহণ করে কিছুদিনের মধ্যেই আপনাকে এজেন্ট ব্যাংকিং দিবে।

এজেন্ট ব্যাংকিং কত টাকা বিনিয়োগ করতে হবে

আপনি অবশ্যই জানেন যে ব্যাংক একটি বিজনেস পরিষেবা। তাই আপনাকে যে এজেন্ট ব্যাংকিং দেওয়া হবে এজন্য আপনার কাছ থেকে প্রথমত ১০ থেকে ১৫ লক্ষ টাকা ডিপোজিট করতে হবে। যার মাধ্যমে আপনাদের ব্যবসাটি পরিচালিত হবে। এবং আপনার ব্যবসা টিভি সুন্দরভাবে পরিচালনা হলে। দুই থেকে তিন মাসের মধ্যেই আপনাকে ডেকোরেশন এবং কম্পিউটার অন্যান্য যাবতীয় খরচ বাবদ 2 থেকে 3 লাখ টাকা লাগবে।

আমরা ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং পরিষেবা গুলো সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনাদের সকল আলোচনায় ভালো লাগবে। যদি আমাদের আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সকলকেই জানাবেন ব্যাংক এশিয়া সেবা সমূহ সম্পর্কে। কোন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 

 


Leave a Reply

Your email address will not be published.