
জাতীয় পরিচয় পত্র সংশোধন অনলাইন ফ্রি মাত্র ২০০/- (দুইশত) টাকা ।
এখানে জাতীয় পরিচয় পত্রের সকল ভুল তথ্য অনলাইনে সংশোধনের আবেদন করা হয়।
যেমনঃ নিজের নাম, পিতা ও মাতার নাম, জন্মতারিখ, ঠিকানা বা হারিয়ে গেলে উত্তোলন এর আবেদন করা হয়।
সংশোধনের বিভিন্ন নমুনাঃ
১। জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধন।
২। জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধন ও অন্যান্য।
৩। রিইস্যু সাধারণ ও
৪। রিইস্যু জরুরী।
সংশোধনের বিভিন্ন সরকারি চার্জঃ
১। জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধন = ২৩৬/- টাকা
২। জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধন ও অন্যান্য = ৩৫১/- টাকা
৩। রিইস্যু সাধারণ = ২৩৬/- টাকা।
৪। রিইস্যু জরুরী = ৩৫১/- টাকা ।
বিঃদ্রঃ সকল আবেদনে সরকারি চার্জে এর সথে অনলাইন চার্জ ২০০/- টাকা যোগ হবে।