ওয়েব ডেভেলপমেন্ট

Modern Inter Link  » Services »  ওয়েব ডেভেলপমেন্ট
0 Comments

Web Development কাকে বলে?

Definition (1):

Web Development হলো ইন্টারনেট (ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব) বা একটি ইন্ট্রানেট (একটি ব্যক্তিগত নেটওয়ার্ক) এর জন্য একটি ওয়েবসাইট বিকাশের সাথে জড়িত কাজ।

Definition (2):

ওয়েব ডেভলপমেন্ট বলতে ওয়েবসাইটসমূহের গঠণ, সৃষ্টি, এবং রক্ষণাবেক্ষণকে বোঝায়। এটিতে ওয়েব ডিজাইন, ওয়েব প্রকাশনা, ওয়েব প্রোগ্রামিং এবং ডাটাবেস পরিচালনার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

ওয়েব ডেভলপমেন্ট এর সেবাসমূহ:

  • ডোমেইন রেজিস্ট্রেশন
  • ওয়েবসাইট হোস্টিং
  • ওয়েবসাইট ডেভেলপ
  • সফটওয়্যার বিক্রয়

 

ডোমেইন রেজিস্ট্রেশন কি ? 

আমরা সবাই জানি, ডোমেইন নাম বলতে কোন একটা ওয়েবসাইটের নামকে বোঝায়।

সহজ ভাবে বললে, ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের এ্যাড্রেস বা ঠিকানা যেটি মানুষ ব্রাউজারে টাইপ করে ওয়েব সাইট ভিজিট করতে পারবে। প্রতিটা ওয়েব সাইটের আইপি অ্যাড্রেস থাকে, সেই আইপি অ্যাড্রেস মনে রাখা সহজ হয় না। আইপি অ্যাড্রেস এর পরিবর্তে ডোমেইন নাম ব্যাবহার করা হয়।

প্রতিটা ওয়েব সাইটের আইপি অ্যাড্রেস থাকে, সেই আইপি অ্যাড্রেস মনে রাখা সহজ হয় না। আইপি অ্যাড্রেস এর পরিবর্তে ডোমেইন নাম ব্যাবহার করা হয়।

যেমন, “Example.com” মনে রাখা যতটা সোজা এর আইপি এড্রেস 208.77.188.166 মনে রাখাটা ততটা সোজা হবে না। আরো পড়ুন, আমি ডোমেইন কিভাবে রেজিস্ট্রেশন, রিনিউ করবো ?

 

ওয়েবসাইট হোস্টিং কি ?


আপনি যদি একটি ব্লগ বা ওয়েবসাইট বানানোর কথা ভাবছেন, তাহলে ওয়েব হোস্ট এর ব্যাপারে আপনার জেনেনেয়াটা অনেক জরুরি। কারণ, যেভাবে এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের থাকার জন্য একটি জায়গা বা ঘরের প্রয়োজন, ঠিক সেভাবেই, ইন্টারনেটের দুনিয়াতে একটি ওয়েবসাইটকে রাখার জন্য, আপনার জায়গার প্রয়োজন হবে। তাই, ইন্টারনেটে যেকোনো ওয়েবসাইট, app বা ব্লগ চালু করার জন্য আপনার সর্ব প্রথমে, তাদের রাখার জন্য একটি জায়গা কিনতে হবে। এবং, আপনি কিনেনেয়া সেই জায়গাকেই ওয়েব হোস্টিং (web hosting) বলা হয়। নিজের ওয়েবসাইটের জন্য জায়গা বা হোস্টিং যেখান থেকে কিনবেন তাকে আপনার ওয়েবসাইটের হোস্ট (host) বলা হয়।

 

ওয়েবসাইট ডেভেলপ কি?

ওয়েব ডেভেলপার ওয়েবসাইটের ডিজাইন বা চিত্র অনুসরন করে ক্লায়েন্ট সাইড ভাষা ও সার্ভার সাইড ভাষা গুলো ব্যবহার করে ওয়েবসাইট তৈরী বা ডেভেলপ করে। একটি ওয়েবসাইটকে তৈরী করা থেকে শুরু করে ইন্টারনেটে লাইভ করা পর্যন্ত যে সকল কাজ করতে হয় সেই সকল কাজ গুলোকে একসাথে ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়।

ওয়েবসাইটের ধরণ

কাজের সুবিধার জন্য সাধারণত দুই ধরনের ওয়েবসাইট হয়ে থাকে। যেমন-
  • স্ট্যাটিক ওয়েবসাইট।
  • ডাইনামিক ওয়েবসাইট।

স্ট্যাটিক ওয়েবসাইট

স্ট্যাটিক ওয়েবসাইটে কোন ধরনের এ্যাডমিন প্যানেল থাকে না। অর্থাৎ যেকোন কাজ করার জন্য সরাসরি কোডিং এর মাধ্যমে কাজ করতে হয়। এমনকি কোন পোস্ট লিখার সময় সেটিও এইচটিএমল কোডের ভীতরে বসিয়ে দিতে হয়। বর্তমানে এ ধরনের ওয়েবসাইটের প্রচলন নেই বললে চলে।

ডাইনামিক ওয়েবসাইট

 

ডাইনামিক ওয়েবসাইটে কাজ করার জন্য এ্যাডমিন প্যানেল থাকে। মূলত ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে একটি ডাইনিক ওয়েবসাইট তৈরি করা হয়। এ ধরনের ওয়েবসাইটে নারমালি কাজ করার জন্য কোন ধরনের কোডিং এর প্রয়োজন হয়।
উদাহরণ হিসেবে আমার এই পোস্টটি ধরে নিতে পারেন। এই পোস্টটি লেখার জন্য আমাকে কোন ধরনের এইচটিএমল বা সিএসএস বা অন্য কোন ধরনের কোডিং করতে হয়নি। আমি জিমেইল আইডি দিয়ে ‍গুগল ব্লগারে লগইন করে একটি নতুন পোস্ট তৈরি করে পোস্ট এ্যাডিটর এর ভীতরে কোন ধরনের কোডিং ছাড়াই আমার লেখাটি পোস্ট করেছি। অথচ পোস্টের ভীতরে কোডিং এর কাজ অটোমেটিক সম্পন্ন হয়েছে। এই ধরনের ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়।

 

সফটওয়্যার বিক্রয়

আমরা আপনার চাহিদা মতো দিচ্ছি সকল প্রকার সুবিধা সহ সফটওয়্যার। যেটি ব্যবহার করে খুব সহজে আপনি আপনার দোকানের এর সমস্ত বেচা কেনা ও পণ্যের খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারেন এবং বাসা বা অফিস থেকে মোবাইল/কম্পিউটার মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে তথ্য খুব সহজে ওয়েব ভার্সন এর মাধ্যমে রিয়েল টাইম তথ্য পেয়ে যাবেন।

 

 


Leave a Reply

Your email address will not be published.